IQNA

ইমাম মুসা কাযিম (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় শোকানুষ্ঠান

14:34 - May 15, 2015
সংবাদ: 3303923
আন্তর্জাতিক বিভাগ: ইমাম মুসা কাযিম (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় ‘এডিলেড’ শহরে ‘জাফারিয়া’ ইসলামিক সেন্টারে শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এ আধ্যাত্মিক শোকানুষ্ঠান, আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে দোয়া-ই-কুমাইল পাঠ করার পর ইমাম মুসা কাযিম (আ.)এর জীবনীর আলোকে সংক্ষিপ্ত বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন গোলাম আলী হায়দারী এবং পরবর্তীতে আহলে বাইয়েতের শানে উর্দু ভাষায় নওহা পাঠ এবং মাতম করা হয়। রাতের খাবারের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

3303864

captcha