বার্তা সংস্থা ইকনা: এ আধ্যাত্মিক শোকানুষ্ঠান, আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে দোয়া-ই-কুমাইল পাঠ করার পর ইমাম মুসা কাযিম (আ.)এর জীবনীর আলোকে সংক্ষিপ্ত বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন গোলাম আলী হায়দারী এবং পরবর্তীতে আহলে বাইয়েতের শানে উর্দু ভাষায় নওহা পাঠ এবং মাতম করা হয়। রাতের খাবারের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।