বার্তা সংস্থা ইকনা : নবুয়্যত প্রাপ্তির মহান ঘটনার বিষয়ে মহামান্য রাহবারের বক্তব্য শ্রবণ, মহানবি (স.) এর শানে কাসিদা ও গজল পরিবেশন এবং নিবন্ধ পাঠের মাধ্যমে উক্ত অনুষ্ঠান অব্যাহত থাকে।
স্পেনে ইরানি কালচারাল কাউন্সেলর আলী রেজা ইসমাঈলি বলেন : নিঃসন্দেহে মাবআস দিবস ও মাবআসের ঘটনা হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা।
তিনি বলেন : এটা বলা যায় যে, মানবেতিহাসের সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাবআস। আর এর কারণও এভাবে বলা যায় যে, তাঁকে (স.) প্রেরণের মাধ্যমে মহান আল্লাহ মানুষের পথকে স্পষ্ট করে দিয়েছেন, তথা পূর্ণতার পথ এবং তাতে পৌঁছানোর রাস্তা মানুষকে দেখিয়ে দিয়েছেন।
তিনি বলেন, মহানবি (স.) এমন একটি সময় প্রেরিত হয়েছিলেন যখন মানুষ মূর্তি পূজা করতো, শিশুকন্যাদেরকে জীবন্ত কবর দিত এবং সকল মূল্যবোধকে পদদলিত করা হত।