IQNA

সর্বোচ্চ নেতার সাথে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রতিনিধিবর্গের সাক্ষাতকালে কুরআন তেলাওয়াত করলেন মিশরীয় ক্বারী + ভিডিও

16:19 - May 23, 2015
সংবাদ: 3306800
কুরআনিক বিভাগ: তেহরানে অনুষ্ঠিত ৩২তম অন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে মিশরের খ্যাতনামা ক্বারী মাহমুদ শাহাদ আনওয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কিছুক্ষণ পূর্বে তিনি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর (দা. বা.) উপস্থিতিতে তার সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করেছেন।

বার্তা সংস্থা ইকনা: মরহুম অধ্যাপক শাহাত মুহাম্মদা আনওয়ারের সন্তান ক্বারী মাহমুদ শাহাত আনওয়ার। ইরানের উমুরে খেইরিয়া ও আওকাফ সংস্থার নিমন্ত্রণে তিনি বেশ কিছু দিন যাবত ইরানে অবস্থান করছেন। এপর্যন্ত তিনি ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার শেষ রাতে এবং সমাপনী অনুষ্ঠানে তার সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করে উপস্থিত দর্শনার্থীদের প্রাণবন্ত করেছেন।
তিনি তার তৃতীয় কুরআন মাহফিলের অনুষ্ঠান আজ ২৩শে মে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর (দা. বা.) উপস্থিতিতে সম্পন্ন করেছেন।
বলাবাহুল্য, ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১৫ই মে শুরু হয়েছে এবং একাধারে ২২শে মে পর্যন্ত অব্যাহত ছিল। এ প্রতিযোগিতায় বিশ্বের ৮১টি দেশের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেছেন।
3306580

captcha