IQNA

পাকিস্তানে ‘পাশ্চাত্য ও ইসলামের দৃষ্টিতে নারীর অধিকার’ শীর্ষক সেমিনার

10:49 - May 24, 2015
সংবাদ: 3307040
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানে পেশোয়ায় শুক্রবার (২২শে মে) ‘পাশ্চাত্য ও ইসলামের দৃষ্টিতে নারীর অধিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সেমিনার পেশোয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের জামায়াতে ইসলামী ছাত্র সংসদের অন্তর্ভুক্ত অধিকার ও শরিয়ত নামক বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে সেদেশের বিশিষ্ট ওলামা সুজা উদ্দিন শেখ উপস্থিত ছিলেন। এছাড়াও অনেক শিক্ষার্থী ও অধ্যাপকগণ এ সেমিনারে অংশগ্রহণ করেছেন।
পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের কেন্দ্রে এবং খাইবার নামে প্রসিদ্ধ গিরিপথের পাশে পেশোয়া শহরের শহরের অবস্থান। বাণিজ্যিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সীমানা কেন্দ্র হিসেবে এ শহর বিখ্যাত।
3306824

captcha