IQNA

লিবিয়ায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় ৯৮ বছরের বৃদ্ধার উপস্থিত

20:12 - May 26, 2015
সংবাদ: 3308165
আন্তর্জাতিক বিভাগ: লিবিয়ার সাবহা শহরে তাজভিদ ও হেফজ বিভাগে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় ৯৮ বছরের এক বৃদ্ধা নারী অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: চলতি সপ্তাহের শুরুতে লিবিয়ার সাবহা শহরে গৃহিণী নারীদের জন্য ‘রাতুলুল কুরআন তারতিলা’ শিরোনামে তাজভিদ ও হেফজ বিভাগে অনুষ্ঠিত চতুর্থতম কুরআন প্রতিযোগিতায় ৯৮ বছরের ‘রোকাইয়া মুহাম্মাদ বুর্শী’ বৃদ্ধা নারী অংশগ্রহণ করেন।
সাবহা শহরে ‘বানুয়ানে পিশগাম’ আঞ্জুমানের পক্ষ থেকে নিরক্ষরতা দূর করার জন্য এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এ প্রতিযোগিতায় দ্বিতীয় বারের মত ৯৮ বছরের বৃদ্ধা রোকাইয়া মুহাম্মাদ বুর্শী অংশগ্রহণ করেন। এ ব্যাপারে তিনি বলেন: গত বছর আমি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। তবে কোন স্থানের অধিকারী হতে পারিনি।
তিনি আরও বলেন: কুরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য তিনি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এ প্রতিযোগিতার পর্যবেক্ষক সেলিমা আবদেল-সালাম বলেন: এ প্রতিযোগিতা দু’টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বিভাগ গৃহিণী নারীদের জন্য এবং দ্বিতীয় বিভাগ ছেলে ও মেয়েদের জন্য অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন: এ প্রতিযোগিতায় মোট ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে।
3307915

captcha