IQNA

কুরআনের সাঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক বজায় রাখার আলোকে সর্বোচ্চ নেতার বানী

14:08 - June 20, 2015
সংবাদ: 3316404
আন্তর্জাতিক বিভাগ: “কুরআনের ক্বারি, শিক্ষক এবং কুরআন তেলাওয়াতকারীদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, আপনারা যে আয়াতটি তিলাওয়াত করবেন, (পূর্বে) সে আয়াতটি মনে মনে তেলাওয়াত করে নেবেন, তার অর্থের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিবেন এবং তা নিয়ে চিন্তা ও গবেষণা করবেন”।

বার্তা সংস্থা ইকনা:  কুরআনের বসন্ত রমজান মাস উপলক্ষে গত কাল ১লা রমজান ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার আয়াতুল্লাহ খামেনেয়ীর দফতরে তিন ঘণ্টা ব্যাপী কোরআন তিলাওয়াতের অনুষ্ঠান পালিত হয়।
এই অনুষ্ঠানে ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী এবং কুরআনের শিক্ষকরা কুরআন তিলাওয়াত করেন।
ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার আয়াতুল্লাহ খামেনেয়ী এই অনুষ্ঠানে বলেন: আমি সত্যিই গর্বিত যে এমন সুন্দর একটি অনুষ্ঠান পালন হল। কেননা যেখানে কুরআন তিলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর রমজান মাস হচ্ছে কুরআনের বসন্তের মাস।
তিনি বলেন: কুরআনের ক্বারি এবং শিক্ষকদের প্রতি আমার অনুরোধ হচ্ছে আপনারা যে আয়াতসমূহ তিলাওয়াত করবেন। তার অর্থের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিবেন এবং তা নিয়ে চিন্তা ও গবেষণা করবেন।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন: কুরআন তিলাওয়াতের সময় একটি আয়াত বার বার পুনরাবৃত্তি করা ঠিক নয় তবে যদি তার অর্থকে মসাইবে বোঝনোর জণ্য হয় তাহলে সমস্যা নেই। তবে অতিরঞ্জিত করা যাবে না। যেমনটি মিশরের কারীরা করে থাকেন।
তিনি বলেন: আপনার সবাই কোরআনের কারী এবং শিক্ষক সে জন্য আপনাদেরকে বলছি। বর্তমানে মিশরের কালীদের মধ্যে একদমে অনেক বড় আয়াত তিলাওয়াত করার প্রবণতা দেখা যাচ্ছে যা আমাদের দেশেও প্রবেশ করেছ। কিন্তু কেন এর কি দরকার আছে? আল্লাহ বলেছেন, তোমরা কুরআনকে সুন্দর কণ্ঠে তিলাওয়াত কর এটাই যথেষ্ট। এমনভাবে কোরআন তিলাওয়াত হবে যেন সকলেই বুঝতে পারে এবং তা উপভোগ করতে পারে।
মিশরে অনেক কারী আছেন যারা এক নি:শ্বাসে অনেক বড় আয়াত তিলাওয়াত করে এবং শ্রোতারা আল্লাহ আল্লাহ বলেন। আমি বলব এটা ঠিক নয়। কেননা মিশরে অনেক ভাল কারী আছেন যারা ছোট্ট ছোট্ট আয়াত তিলাওয়াত করে এবং দম ছেড়ে কুরআন পড়েন।
সুতরাং আল্লাহ আল্লাহ বলাও কোন দরকার নেই । কেননা পবিত্র কোরআনের বলা হয়েছে, যখন তোমরা কোরআন তিলাওয়াত শুনবে তখন চুপ করে শুনতে থাকবে। কোন হৈ হুল্লা করবে না।
ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন: সুতরাং এসব অনর্থক কাজ বাদ দিয়ে মনোযোগ সহকারে কুরআন তিলাওয়াত শুনতে হবে এবং তার উপর চিন্তা করতে হবে।
সবশেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেন: আশা করি মহান আল্লাহ আপনাদের সকলকে কোরআনের সাথেই উত্থান করুন এবং আপনাদের দুনিয়া ও আখিরাতকে কোরআনের বরকতে বরকতময় করুন। 
3316120
 

captcha