IQNA

মালয়েশিয়ায় আন্তর্জাতিক ‘হালাল’ প্রদর্শনী অনুষ্ঠিত হবে

23:22 - June 21, 2015
সংবাদ: 3316982
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার পেনাং প্রদেশে হালাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আগামী বছরের জানুয়ারি মাসের ২৯ থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত সপ্ততম আন্তর্জাতিক ‘হালাল’ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: বিশ্বের বিভিন্ন হালাল শিল্প প্রতিষ্ঠান এবং যারা হালাল শিল্পের সাথে জড়িত রয়েছে তাদেরকে এ প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে মালয়েশিয়ার হালাল ইন্সটিটিউট। এ প্রদর্শনীতে দক্ষিণ-পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া ও ইউরোপের প্রতিনিধিদের জন্য একটি বড় সুযোগ রয়েছে। তারা এ প্রদর্শনীতে নিজেদের হালাল শিল্প সমূহ বিক্রি করে বিশ্বের নিকট তাদের শিল্পগুলো পরিচয় করিয়ে দিতে সক্ষম হবে। আন্তর্জাতিক ‘হালাল’ প্রদর্শনীতে ৩০০ অধিক বুথ স্থাপন করা হবে।
উক্ত প্রদর্শনীর উপান্তে ‘হালাল রেস্তোরার রাধুনীগণ’ এবং ‘বিশ্ব  মশলা উৎসব’এর আলোকে তৃতীয়ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এছাড়াও ‘হালাল’এর আলোকে ২১শে জানুয়ারিতে অধ্যাপক এবং গবেষকদের উপস্থিতিতে আন্তর্জাতিক  সম্মেলন অনুষ্ঠিত হবে।
3316463
 

captcha