IQNA

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনী অনুবাদ করলেন ভারতীয় হিন্দু

17:14 - June 27, 2015
সংবাদ: 3320169
আন্তর্জাতিক বিভাগ: ভারতের রাজস্থান রাজ্যে বসবাসকারী এক হিন্দু ব্যক্তি বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রতি আকৃষ্ট হয়ে তার জীবনীর ওপর মারওয়াড়ী ভাষায় একটি গ্রন্থ অনুবাদ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: রাজীব শর্মা তার এ গ্রন্থটি অনুবাদের ব্যাপারে বলেন: যখন আমি ছাত্র ছিলাম তখন শিক্ষকগণ স্কুল ছাত্রদের বই পড়ার প্রতি উৎসাহিত করত। তখন আমি যে সকল গ্রন্থ অধ্যয়ন করেছিলাম তার মধ্যে হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনীর আলোকে একটি গ্রন্থ ছিল। ঐ গ্রন্থটি অধ্যয়ন করে আমি অনেক আকৃষ্ট হয়েছি। আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, এ অসাধারণ ব্যক্তিত্বের জীবনীর আলোকে একটি গ্রন্থ রচনা করব।
হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনীর আলোকে লিখিত রাজীব শর্মার ১১২ পাতা বিশিষ্ট এ গ্রন্থটিকে ব্যাপক স্বাগত জানিয়েছে ভারতের জনগণ।
পবিত্র কুরআনের ওপরও রাজীব শর্মা আকৃষ্ট হয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রথম বারের মাত মারওয়াড়ী ভাষায় এ আসমানি কিতাব অনুবাদ করবেন।
ইন্দো-আর্যের একটি ভাষা মারওয়াড়ী। এ ভাষা ভারতের রাজস্থান, হরিয়ানা এবং গুজরাত সহ পাকিস্তানের পূর্বাঞ্চলে  প্রচলন রয়েছে।
3319867
 

captcha