বার্তা সংস্থা ইকনা: গতকাল তিউনিসিয়ার ‘সুসে’ শহরে এক বোমা হামলার ফলে কমপক্ষে ৩৯ জন নিহত হয়। আর সন্ত্রাসীদের এ হামলার পরে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
তিউনিসিয়া প্রধানমন্ত্রী হাবিব এজিদ বলেন: সরকারের নিয়ন্ত্রণের বাহিয় প্রায় ৮০টি মসজিদ রয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে এসকল মসজিদের সকল কার্যক্রম বন্ধকরে দেওয়া হবে।
তিনি বলেন: এ সিদ্ধান্ত সুস শহরে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বৃদ্ধি করার জন্য গ্রহণ করা হয়েছে।
গতকাল তিউনিসিয়ার সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী সুস একটি হোটেলের বহিরে সন্ত্রাসীদের বোমা হামলার ফলে কমপক্ষে ৩৯ জন নিহত হয়।
তিউনিসিয়ার সামাজিক নেটওয়ার্কে প্রকাশিত হয়েছে, এ ঘটনার কিছুক্ষণ পর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এ হামলার দায়ভার গ্রহণ করেছে।
3319997