বার্তা সংস্থা ইকনা: আজারবাইজানের জনপ্রিয় নাম সম্পর্কে সেদেশের পরিসংখ্যান অফিস জানিয়েছে, সেদেশে ছেলেদের মধ্যে প্রথম ইমাম হযরত আমিরুল মুমিনীন আলী (আ.)এর নাম সহকারে ইউসুফ, মুহাম্মাদ, হুসাইন নাম সবচেয়ে জনপ্রিয় পরিলক্ষিত হয়েছে। চলতি বছরের শুরু হতে এপর্যন্ত ১৩৭৭ জন ছেলে শিশুর নাম ইউসুফ রাখা হয়েছে।
এছাড়াও সেদেশে মেয়ে শিশুদের নাম হিসেবে হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় কন্যা হযরত জাহরা (সা. আ.) নাম নির্বাচন করছে সেদেশের মুসলমানেরা। বছরের শুরু হতে এপর্যন্ত ১৩৫৬ জন মেয়ে শিশুর নাম জাহরা রাখা হয়েছে। এছাড়াও সেদেশের মেয়ে শিশুদের নাম নুর আভা, ফাতিমা, ইলিন এবং জয়নাব অধিক জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে।
3322144