IQNA

মুসলিম ঐক্য ও সংহতিই শত্রুদের ষড়যন্ত্র রুখতে পারে: আয়াতুল্লাহ কাশানি

18:15 - July 03, 2015
সংবাদ: 3322566
আন্তর্জাতিক বিভাগ: শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিয়া-সুন্নি নির্বিশেষে সব মুসলমানকে ঐক্য ও সংহতি আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন তেহরানের জুমার নামাজের খতিব।

 


বার্তঅ সংস্থা ইকনা: আয়াতুল্লাহ ইমামি কাশানি আজ তেহরানের জুমার নামাজের খোতবায় এ আহ্বান জানান। বিশ্বের বর্তমান পরিস্থিতিকে খুবই স্পর্শকাতর বলে উল্লেখ করে তিনি বলেন, মুসলমানদের মাঝে যুদ্ধ-সংঘাত বাধিয়ে দিতে শত্রুরা উঠেপড়ে লেগেছে।
খতিব বলেন, ইহুদিবাদী ইসরাইলসহ বিশ্বের আধিপত্যবাদী শক্তিগুলো আইএসআইএল, আন্‌-নুসরা ও তালেবানের মতো সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করে মুসলিম বিশ্বে বিভেদের আগুন জ্বালানোর পরিকল্পনা করেছে। দুঃখজনকভাবে সৌদি আরবসহ কয়েকটি আরব দেশ মুসলমানদের ধ্বংস করতে পশ্চিমাদের নির্দেশনায় কাজ করছে।
পরিণতির কথা চিন্তা না করেই মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ ইসলামের শত্রুদের সাথে একাত্ম হয়েছে। তারা সন্ত্রাসী গোষ্ঠিগুলোকে নিজেদের তেলের টাকা ব্যয় করে অস্ত্রশস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিচ্ছে।
আয়াতুল্লাহ ইমামি কাশানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পাশাপাশি ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন মিডিয়ার ইসলাম বিরোধী তৎপরতাকে মুসলিম উম্মাহর জন্য মারাত্মক সমস্যা বলে উল্লেখ করেন। তিনি মুসলিম বিশ্বের আলেম সম্প্রদায় ও খতিবসহ ইসলামি চিন্তাবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা যেন নিজ নিজ অবস্থান থেকে ইসলামি মূল্যবোধ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন।
তেহরানের জুমার নামাজের খতিব বলেন, পশ্চিমা কোনো কোনো দেশ ভাবছে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে সিরিয়া, ইরাক, লেবাননসহ অন্যান্য মুসলিম দেশে শুধুমাত্র মুসলমানদেরই ধ্বংস করবে আর তারা শুধু ফায়দা লুটবে। কিন্তু এই সন্ত্রাসের অগ্নিশিখা একদিন সন্ত্রাসের মদদদাতাদেরকেও জ্বালিয়ে পুড়িয়ে মারবে।
তিনি বলেন, মুলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র পথ হচ্ছে মুসলমানদের ঐক্য ও সংহতি। রমজানের শেষ জুমার দিন বিশ্ব কুদস দিবস পালনের যে ডাক ইমাম খোমেনি (রহ) দিয়েছেন তার মূল লক্ষ্যই হল বিশ্ব মুসলমানদের ঐক্য ও সংহতি রক্ষা করা।
কুয়েত এবং সৌদি আরবে সংঘটিত সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতি ইঙ্গিত করে তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব বলেন, আশা করি শিয়া এবং সুন্নি ভাইয়েরা মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টিকারীদের ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন হবেন এবং সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বিজয়ী হবেন। রেডিও তেহরান

3322517

 

captcha