IQNA

অধিকাংশ আরবি ও ইসলামিক দেশে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে

17:18 - July 17, 2015
সংবাদ: 3328973
আন্তর্জাতিক বিভাগ: বিশ্বের অধিকাংশ দেশে আজ (১৭ই জুলাই) পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরব, জিবুতি, মিসর, আলজেরিয়া, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, লেবানন, জর্ডান, সিরিয়া, তুরস্ক, ইয়েমেন, লিবিয়া, ফিলিস্তিন, সুদান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাকের সুন্নি মুসলমান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউক্রেন, রাশিয়া এবং ক্রিমিয়ার আজকে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।
এছাড়াও আরবি স্কাই নিউজ জানিয়েছে: আমেরিকা, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ইউরোপ এবং বালকানের ইসলামী সংগঠনগুলো আজাকে শাওয়াল মাসের প্রথম দিন এবং পবিত্র ঈদুল ফিতরের দিন ধার্য করেছে।
অপর দিকে ওমান, মরক্কো, ব্রুনেই, আজারবাইজান, উজবেকিস্তান, ঘানা, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ইরান ও ইরাকের শিয়া এন্ডন্টমেন্ট অধিদপ্তর ঘোষণা করেছে আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে এবং আগামী কাল শনিবারে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
3328873

captcha