বার্তা সংস্থা ইকনা: আল আকসা মসজিদের পাশে ১৫ হাজার বর্গ মিটার জমির ওপর এক পর্যটন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল।
উক্ত পর্যটন ভবন উমাইয়া খিলাফতের প্রাসাদের ধ্বংসাবশেষ এবং রোমানীয় সভ্যতার নিদর্শনের ওপর নির্মাণ করা হবে।
উক্ত কেন্দ্রটি স্লোয়ান এবং দাউদ শহরের নিকটে নির্মাণ করা হবে।
আল-আকসা মসজিদের পরিচালক নাজাহ বাকিরাত এ ব্যাপারে বলেন: “ইহুদিরা যে অঞ্চলে এ ভবন নির্মাণ করবে সেখানে উমাইয়া খিলাফতের প্রাসাদের ধ্বংসাবশেষ এবং রোমানীয় সভ্যতার নিদর্শন রয়েছে। ইহুদিদের কোন নিদর্শনই সেখানে নেই”।
বলাবাহুল্য, এ কেন্দ্র নির্মাণ হলে ফিলিস্তিনি অধিবাসীরা
এ পর্যটন ভবন যদি নির্মাণ হয় তাহলে ফিলিস্তিনির অনেক জনগণের নিজ বাস ভবন থেকে রাস্তায় বের হওয়ার পথ বন্ধ হয়েছে যাবে। আর এ জন্য তারা উদ্বিগ্ন রয়েছে।
3330380