IQNA

শাওয়াল মাসের প্রথম দিন নির্ধারণের ক্ষেত্রে ভূল হয়েছে; সৌদি আরব

23:42 - July 20, 2015
সংবাদ: 3331512
আন্তর্জাতিক বিভাগ: তিউনিসিয়ার পর সৌদি আরবেও ঈদুল ফিতরের দিন নির্ধারণের ক্ষেত্রে ভুল হয়েছে বলে স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ।

শাওয়াল মাসের প্রথম দিন নির্ধারণের ক্ষেত্রে ভুল হয়েছে; সৌদি আরব
আন্তর্জাতিক বিভাগ: তিউনিসিয়ার পর সৌদি আরবও ঈদুল ফিতরের দিন নির্ধারণে ভুল হয়েছে বলে স্বীকার করেছে।
বার্তা সংস্থা ইকনা: ইসলামী সহযোগিতা সংস্থার অন্তর্গত ইসলামী আইনশাস্ত্র ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের সদস্য ঈদুল ফিতরের ঘোষণার ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন: সৌদি আরবের মুসলিম জনগণের এক দিন রোজা ভঙ্গ করার কাফফারা সরকার গ্রহণ করেছে।
শাওয়াল মাসের চাঁদ দেখার ব্যাপারে "জেদ্দা" জ্যোতির্বিদ্যা বোর্ডের গবেষণার ফলাফল প্রকাশের পর সকলে এ ব্যাপারে অবগত হয়। "জেদ্দা" জ্যোতির্বিদ্যা বোর্ড গবেষণার পর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা শাওয়াল মাসের চাঁদ উঠেনি। যেটি দেখা গিয়েছে সেটি শনি গ্রহ ছিল। অনেকেই এ গ্রহটি দেখে মনে করেছে যে তারা শাওয়াল মাসের চাঁদ দেখেছে। এ গবেষণা অনুযায়ী, শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিন ছিল না। ঈদুল ফিতরের দিন শনিবার ছিল।
এ ভুলের কারণে সৌদি আরবে বসবাসকৃত মুসলমানদের একদিনের রোজা ভঙ্গ কারার কাফফারা সৌদি সরবার প্রদান করবে।
সৌদি আরবে ঈদুল ফিতরের দিনের ভুল ঘোষণা এটাই প্রথম নয়। বেশ কয়েক বছর পূর্বে সৌদি আরবে এমন ভুল হয়েছিল।
বলাবাহুল্য, তিউনিসিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখায় ভুল হওয়ার খবরটি সেদেশের গ্র্যান্ড মুফতি ‘শেখ হামাদ সাইদ’ নিশ্চিত করেছে এবং এ জন্য তিনি সেদেশের জনগণের নিকট ক্ষমা চেয়েছেন।
3331472

captcha