বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের নির্দেশ অমান্য করার অপরাধে মসুল শহরের ‘আল হামিদ’ মসজিদের ইমাম ও খতিবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। স্থানীয় জনতারা এ খবর জানিয়েছে।
আইএসআইএলের সদস্যরা ২০শে জুলাই ‘আল হামিদ’ মসজিদের ইমাম ও খতিব ‘শায়খ নাজমুদ্দীন কানান আল জাব্বুরী’কে গুলি করে হত্যা করে। মসুলের পশ্চিমাঞ্চলীয় এলাকায় শায়খ নাজমুদ্দীন কানান আল জাব্বুরীর মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়।
স্থানীয় জনতা এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, আইএসআইএলের সদস্যরা কয়েক দিন আগে ‘আল হামিদ’ মসজিদের ইমাম ও খতিব ‘শায়খ নাজমুদ্দীন কানান আল জাব্বুরী’কে অপহরণ করে এবং সোমবারে (২০শে জুলাই) মসুলের পশ্চিমাঞ্চলীয় ‘মুশাইরাফ’ নামক গ্রামে তাকে গুলি করে হত্যা করে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের নির্দেশ অমান্য এবং তাদের বিরোধিতা করার কারণে শায়খ নাজমুদ্দীন কানান আল জাব্বুরীর জীবন হারাতে হয়।
শায়খ নাজমুদ্দীন ছাড়াও আইএসআইএলের নির্দেশ অমান্য করার জন্য তাদের নিয়ন্ত্রিত এলাকা সমূহে হতে আরও ১৫ জন ইমাম ও খতিবের জীবন হারাতে হয় এবং ৪০ জনকে গ্রেফতার করেছে। তাদের ব্যাপারে কেউ কিছুই বলতে পারে না।
3331913