IQNA

জাতীয় নিরাপত্তা কোন কিছুর সাথে বিনিময় যোগ্য নয়

13:05 - July 23, 2015
সংবাদ: 3332320
আন্তর্জাতিক বিভাগ: ইরানের জাতীয় কল্যাণ নির্ধারণ পরিষদের নেতা এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. আলী আকবার বেলায়েতি বলেছেন যে, দেশ ও জাতির নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব আমাদের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন যে, জাতীয় নিরাপত্তা কোন কিছুর সাথে বিনিময় যোগ্য নয়।

 বার্তা সংস্থা ইকনা: ড. আলী আকবার বেলায়েতি আজ বুধবার ইরানের উপর থেকে জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ক এক সেমিনারে বক্তৃতাকালে বলেন: ইরানি জাতি বারবার প্রমাণ করেছে যে, তারা কোন পরাশক্তির কাছে মাথানত করতে রাজি নয়। ইতিপূর্বে ইরানি জাতি শত্রুর মোকাবেলায় নিজেদের রক্ত দিয়েছে কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও দেয় নি।
তিনি সদ্য সমাপ্ত ইরান ও ছয় জাতি গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত চুক্তির কথা উল্লেখ করে বলেন: ইরানের পরমাণু আলোচক দল দৃঢ়তার সাথে দেশ ও জাতির স্বার্থ রক্ষায় পরাশক্তিদের মোকাবেলা করেছে। আমেরিকা ও পশ্চিমা দেশগুলো চেয়েছিল ইরানের পরমাণু ক্ষমতাকে কেড়ে নিবে; কিন্তু এ চুক্তি তাদের সে চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।
তিনি বলেন: পরমাণু চুক্তির মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে, ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচী বহাল রাখতে চায় এবং এ সম্পর্কে পশ্চিমাদের মিথ্যা প্রচার আজ বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে।  শাবিস্তান.আইআর
3331736
 

captcha