IQNA

ইউরোপের সবচেয়ে বড় মুসলিম শহর মস্কো + ছবি

15:24 - July 23, 2015
সংবাদ: 3332333
আন্তর্জাতিক বিভাগ: মস্কোয় মুসলমানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বৈরিতা থাকা সত্ত্বেও পবিত্র ঈদুল ফিতরের নামাজে মস্কো জামে মসজিদে ৬০ হাজারের অধিক মুসল্লি অংশগ্রহণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: মস্কো জামে মসজিদে মুসলমানদের ভিড় দেখে পথচারীরা অবাক হয়ে গিয়েছে। ঈদের নামাজ চলাকালীন সময় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল।
মস্কো জামে মসজিদ এবং এ মসজিদের আশেপাশের পাঁচটি রাস্তায় (নামাজের জন্য সাময়িক ভাবে বন্ধ ছিল) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে সহস্রাধিক মুসলমান ‘আল্লাহু আঁকবার’ শ্লোগান প্রদান করে।
এছাড়াও মস্কোর অপর ৫টি মসজিদ এবং বেশ কয়েকটি ঈদগাহ ময়দানে ১ লাখ ৮০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
ঈদের নামাজের জন্য প্রতি বছর দু’বার মস্কোর অধিকাংশ রাস্তার (নামাজ চলাকালীন সময়) বন্ধ থাকে। এ জন্য মস্কোর কিছু অমুসলিম অধিবাসী আপত্তি করেছে।
মস্কোর অমুসলিম নাগরিক মুসলমানদের মেনে নিচ্ছে না। মস্কোর মত বড় শহরে মুসলমানদের জন্য মাত্র ৬টি মসজিদ রয়েছে এবং মুসলমানেরা নতুন মসজিদ নির্মাণের জন্য চেষ্টায় রয়েছে। তবে এ ব্যাপারে অমুসলিমরা আপত্তি করছে। এমনকি নতুন মসজিদ নির্মাণ করতে দেবে না বলে প্রতিবাদ মিছিলও করেছে।
এছাড়াও পর্যটকদের চাহিদা পূরণের জন্য মাত্র দু’টি হালাল রেস্টুরেন্ট রয়েছে। মুসলমানদের জন্য নির্মিত জিম এবং স্বাস্থ্য ক্লিনিকও উদ্বোধন হাওয়ার পর অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে।
মস্কোর দক্ষিণাঞ্চলীয় ‘দারবান্দ’ শহরে একটি নির্মাণ কোম্পানির ২৯ বছরের কর্মী মুরাদ আব্দুল্লাহ ওফ মুসলমানদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন: কাজের মধ্যে যদি কোন মুসলমান ভাই নামাজ আদায় করতে যায়, তাহলে তাকে জরিমানা করা হয়। তবে যদি কোন সহকর্মী ধূমপানের জন্য দীর্ঘ সময় বাহিতে থাকে, তাতে কোন সমস্যা হয় না।
মস্কোয় অনেক মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানদের সন্তানদের চাহিদা মেটানোর জন্য মুসলিম কিন্ডারগার্টেন এবং মাদ্রাসা নেই। অথচ মস্কো প্রতিনিয়ত মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়ায় প্রায় ১৩ মিলিয়ন মুসলিম অধিবাসী রয়েছে। এরমধ্যে ১.৫ মিলিয়ন মুসলমান মস্কোয় জীবন যাপন করে।
তবে বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী রাশিয়ায় প্রায় ২০ মিলিয়ন মুসলিম অধিবাসী রয়েছে।
মুসলমানদের উপস্থিতির ফলে মস্কোর অনেক আইনই ইসলামী আইনে রূপান্তরিতহয়েছে।
3331918


 

captcha