IQNA

পুনর্নির্মাণ করা হবে তুরস্কের ঐতিহাসিক ‘সুলতান আহমেদ’ মসজিদ

23:51 - July 23, 2015
সংবাদ: 3332395
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের সরকার সেদেশের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান সমূহ পুনর্নির্মাণ করার প্রকল্প গ্রহণ করেছে। আর এ প্রকল্পের মধ্যে সেদেশের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক ‘সুলতান আহমেদ’ মসজিদও রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের আওকাফ সংস্থার প্রধান আদনান আরটম এক বিবৃতিতে বলেন: তুরস্কের অনেক গুরুত্বপূর্ণ মসজিদের মেরামত কর্ম সম্পন্ন হয়েছে এবং অতি শীঘ্রই ইস্তাম্বুলের ‘সুলতান আহমেদ’ মসজিদের মেরামত শুরু করা হবে।
তিনি বলেন: তুরস্কের অনেক ঐতিহাসিক এবং প্রাচীন মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র সুলতান আহমেদ মসজিদটি বাকী রয়েছে। তবে খুব শীঘ্রই এ মসজিদের মেরামত কর্ম শুরু করা হবে।
তিনি আরও বলেন: এ পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার তুরস্কের ছোট মসজিদ সমূহ পুনর্নির্মাণ করা হবে।
আদনান আরটম সর্বশেষে বলেন: তুরস্কের সরকার প্রাচীন মসজিদ পুনর্নির্মাণ কর্মে সফল হয়েছে। এ পরিকল্পনার মাধ্যমে তুরস্কে প্রায় ৪০০০ ঐতিহাসিক শিল্প মেরামত করা হয়েছে।
3331754

captcha