বার্তা সংস্থা ইকনা: ইস্তাম্বুলের আহলে বাইত (আ.) মসজিদে হেফজ এবং তেলাওয়াত বিভাগে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে। এ সম্মাননা প্রদর্শন অনুষ্ঠানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্বারিদের একটি টিম উপস্থিত ছিল।
উক্ত অনুষ্ঠানে ইরানী ক্বারি দলের মুখপাত্র কুরআন শিক্ষার গুরুত্ব এবং০ কুরআন ও আহলে বাইত (আ.)এর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনের আলোকে বক্তৃতা পেশ করেন।
এছাড়াও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুসা আয়দিন পবিত্র কুরআন শিক্ষাদানের গুরুত্ব ও প্রয়োজনের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
3331994