IQNA

সংযুক্ত আরব আমিরাত খতিব;

তাকফিরি গোষ্ঠী আইএসআইএলের গঠনের সাথে ওয়াহাবী মুবাল্লিগরা জড়িত

23:11 - August 07, 2015
সংবাদ: 3339787
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ‘শেখ যায়েদ’ জামে মসজিদের ইমাম ও খতিব বলেছেন, সন্ত্রাসী ও তাকফিরি গোষ্ঠী আইএসআইএলের গঠনের সাথে ওয়াহাবীর কিছু মুবাল্লিগ জড়িত রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আবুধাবির ‘শেখ যায়েদ’ জামে মসজিদের ইমাম ও খতিব এ ব্যাপারে বলেন: “ওয়াহাবী মুবাল্লিগ (ধর্মপ্রচারক) মুহাম্মাদ আল-আরিফী এবং সালমান আল য়ুদা আইএসআইএলকে সমর্থন এবং তাদের প্রশংসা করছে”।
তিনি বলেন: ২০১৩ সালের মাঝামাঝি সময়ে  ইরাকের আবু গারিব এবং আত-তাজী কারাগার হতে বন্দিদের পালিয়ে যেতে সাহায্য করে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। আর এ সময় এ দলের নেতা আবু বকর বাগদাদীকে সাহায্য করে সৌদি মুবাল্লিগ হামুদ আল আমরী।
যায়েদ’ জামে মসজিদের ইমাম ও খতিব ‘ওয়াসিম ইউসুফ বলেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে প্রশংসা করছে মুহাম্মাদ আল-আরিফী এবং এ গোষ্ঠীর ধারণা সমর্থন করছে সালমান আল য়ুদা।
3339662
 

captcha