বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারে জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশটির রোহিঙ্গা মুসলমানদের জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশটির রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে লি দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে সফর করেছেন। আগামী ৮ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের বিশেষ দূত ইয়াংগি লি অভিযোগ করে বলেন, রোহিঙ্গা মুসলমানদের সাঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে তিনি মারাত্মক বাধার সম্মুখীন হয়েছেন। রাখাইন প্রদেশে সফরের বিষয়ে সরকারের পক্ষ থেকে নানাভাবে বাধা দেয়া হয়েছে তাকে। রাখাইন প্রদেশেই অধিকাংশ রোহিঙ্গা মুসলমান বসবাস করেন।
ইয়াংগি লি বলেন, “আমি হতাশ হয়েছি যে, অনুরোধ করলেও রোহিঙ্গা মুসলমানদের সাঙ্গে সাক্ষাৎ করতে কিংবা সফলে বাধা দেয়া হয়েছে। এমনও হয়েছে যে, নির্ধারিত সফরসূচি কিংবা সাক্ষাৎ অনুষ্ঠান শেষ মুহূর্তে বিনা নোটিশে বাতিল করেছে মিয়ানমার সরকার। এসব কারণে দুঃখজনক ভাবে আমি আমার দায়িত্ব পরিপূর্ণ ভাবে পালন করতে পারিনি”।
লি জানান, মুসলমানরা তাকে বলেছে, মিয়ানমারের আগামী নির্বাচনে তারা ভোট দিতে পারবে না। এটি অবশ্যই মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যকে প্রতিষ্ঠানিকীকরণ হিসেবে বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: আমাদের সময়.কম
3340147