IQNA

মিশরীয় শিয়া চিন্তাবিদ:

আলে সৌদ অঢেল অর্থ ও শ্রম ব্যয় করেও ইরানকে পরাজিত করতে সক্ষম হয়নি

22:40 - August 10, 2015
সংবাদ: 3341144
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের বিশিষ্ট শিয়া চিন্তাবিদ ‘রাসেম আন-নাফিস’ এক বিবৃতিতে বলেছেন: আলে সৌদ অঢেল অর্থ ও শ্রম ব্যয় করেও ইরানকে পরাজিত করতে সক্ষম হয়নি।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরব দাবি করেছে তারা মধ্যপ্রাচ্যে গণতন্ত্রে প্রতিষ্ঠা করেছে। আর এ সমালোচনা করে মিশরের বিশিষ্ট শিয়া চিন্তাবিদ ‘রাসেম আন-নাফিস’ বলেন: আলে সৌদ মধ্যপ্রাচ্যে গণতন্ত্রে প্রতিষ্ঠার দাবি করছে। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থা সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই।
তিনি গুরুত্বারোপ করে বলেন: আলে সৌদ এটা জানে না, দীর্ঘ দিন যাবত আঞ্চলিক যুদ্ধে তারা পরাজিত হয়েছে। তারা সাদ্দামকে উত্তেজিত করে ইরানকে দমানোর চেষ্টা করেছে। কিন্তু তারা সেখানেও পরাজিত হয়েছে। এছাড়াও, সিরিয়ার বিদ্রোহীদের প্রলোভন দেখিয়ে, সিরিয়াকেও দমানোর চেষ্টা করেছে। তবে সেখানেও তাদের ৫ বছরের চেষ্টা ব্যর্থ হয়েছে। ইয়েমেনের সাথে যুদ্ধের ফলাফল অতি শীঘ্রই তারা পাবে।
রাসেম আন নাফিস বলেন: মধ্যপ্রাচ্যে ধ্বংস করার জন্য আলে সৌদ যে সকল পরিকল্পনা গ্রহণ করেছিল সব পরিকল্পনাই তাদের ব্যর্থ হয়েছে। সন্ত্রাসী ও জঙ্গি দলগুলোর পিছনে তাদের অর্থ ব্যয় করেছে। তাদের অধিকাংশ অর্থ এ পথেই ব্যয় করেছে। আলে সৌদের এসকল কাজের প্রধান উদ্দেশ্যই হচ্ছে ইরানকে দমন করা এবং ইরানকে তাদের অযৌক্তিক দাবীগুলো মেনে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা। কিন্তু এ পর্যন্ত তাদের কোন উদ্দেশ্যই সফল হয়নি।
3340895

captcha