বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের ওলামা জাতীয় পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এক বৈঠকে ১৪ই আগস্ট সেদেশের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেন: ধর্মীয় ওলামা এবং সরকারের এক সারিতে আসা উচিত। সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আইনগত ভাবে ঠিক নায়। ইসলামী আইনের অপব্যবহার করা শুধুমাত্র অপরাধ হিসেবে বিবেচনা হবে না, বরং যারা এ কাজ করবে তারা ইসলামের আইনের অবাধ্যতা করবে। ধর্মীয় ওলামাদের নিকট আমার আহ্বান, এ ব্যাপারে মসজিদ সমূহে আপনারা বিস্তারিত ভাবে কথা বলুন।
তিনি বলেন: আফগান জনগণের মৌলিক চাহিদার মধ্যে একটি হচ্ছে শান্তি এবং সন্ধি। শান্তি স্থাপনের ক্ষেত্রে ওলামাদের ভূমিকা প্রশংসিয়। ধর্মীয় ওলাগণের উচিত সমাজে বিভিন্ন ভূমিকা পালন করে জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক দৃঢ় করা। কারণ, বর্তমানে সমস্যা সমাধানের জন্য আমাদের দেশে জাতীয় ঐকমত্যের প্রয়োজন রয়েছে।
3343079