IQNA

ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সহকারী মহাসচিব;

ইসলামী মিডিয়া সমূহের উচিত শত্রুদের ষড়যন্ত্রের ব্যাপারে জনগণদের সচেতন করা

23:47 - August 16, 2015
সংবাদ: 3344943
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সহকারী মহাসচিব শেখ নাইম কাসেম বলেন: ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যাপারে মুসলমানদের সচেতন হওয়া উচিত। আর ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের ব্যাপারে মুসলিম বিশ্বকে সচেতন করার দায়িত্ব ইসলামী মিডিয়া সমূহের।

বার্তা সংস্থা ইকনা:  ১৬ই আগস্ট IRIB এর সম্মেলন কক্ষে রেডিও এবং টিভি ইউনিয়নের অষ্টম সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সহকারী মহাসচিব শেখ নাইম কাসেম বলেন: সর্বপ্রথম এধরণের অনুষ্ঠান উদযাপনের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ, এধরণের বৈঠক মুসলিম উম্মাহ’র ঐক্য প্রতিষ্ঠার জন্য একটি সুবর্ণ সুযোগ। ইসলামিক মিডিয়া সমূহের মধ্যে আরও অধিক সংহতি সৃষ্টি হবে এবং তাদেরকে ওয়েস্ট মিডিয়ার মোকাবেলা করতে উৎসাহিত করবে।
তিনি বলেন: ইসলামিক মিডিয়া সমূহের কার্যক্রম সম্মান এবং গৌরবের। ইসলামিক মিডিয়া সমূহের কার্যক্রম মুসলিম উম্মাহকে গর্বিত করেছে। কারণ ইসলামী মিডিয়া সমূহে সকল প্রকার মিথ্যা ও প্রতারণ বর্জন করে জনগণের নিকট সত্যের বার্তা পৌঁছে দেয়।
এছাড়াও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সহকারী মহাসচিব শেখ নাইম কাসেম লেবানন সম্পর্কে বলেন, সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতার ফলে দেশটিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল এবং আন-নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসীদের পরাজিত করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, লেবাননের ভেতরে তাকফিরি সন্ত্রাসীরা ভালোভাবেই পর্যুদস্ত হয়েছে। এ ছাড়া, লেবানন-সিরিয়া সীমান্তের কিছু শহর ও গ্রাম মুক্ত করায় দেশ দু’টির মধ্যে একটি নিরাপত্তা জোন স্থাপিত হয়েছে বলেও জানান তিনি।
গত বছর থেকে লেবাননে কোনো গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে নি উল্লেখ করে তিনি আরও বলেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে লেবানন সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণেই এটি সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, শত্রুরা প্রথমে সিরিয়ার সরকার উৎখাত করতে এবং তারপর মার্কিন ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু এ উদ্দেশ্য অর্জনে তারা ব্যর্থ হয়েছে বলে জানান হিজবু্ল্লাহ উপ মহাসচিব শেখ নাইম কাসেম।
3344673
 

captcha