IQNA

লেবাননের তাকফিরি নেতা এবং সন্ত্রাসী আসিরের বিচারের আহ্বানে আহলে সুন্নতের ওলামাগণ

14:54 - August 18, 2015
সংবাদ: 3345739
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি নেতা এবং সন্ত্রাসী আহমেদ আসিরের দ্রুত বিচারের প্রতি গুরুত্বারোপ করেছেন লেবাননের আহলে সুন্নতের ওলামাগণ।

বার্তা সংস্থা ইকনা: লেবাননের আহলে সুন্নতের বেশ কিছু ওলামা পৃথক বাণী প্রদানের মাধ্যমে সেদেশের শেইখ ফিতনা (ষড়যন্ত্রের বাদশাহ) নামে প্রসিদ্ধ তাকফিরি নেতা এবং সন্ত্রাসী আহমেদ আসিরকে গ্রেফতার করার জন্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এছাড়াও এ ভয়ঙ্কর সন্ত্রাসীর দ্রুত বিচারের আহ্বান জানিয়েছেন তার।
এ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারের জন্য লেবাননের সুন্নি আলেম ‘কৌলানা ওয়াল আমাল’ জামায়াতের নেতা শেখ আহমাদ কাতান সেদেশের জন নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক জেনারেল আব্বাস ইব্রাহিমর নিকট এক বানী প্রেরণের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, কর্মকর্তাদের উচিত সন্ত্রাসী আসিরের বিচার স্পষ্ট ভাবে সম্পন্ন করা এবং কোন প্রকার চাপ অথবা রাজনৈতিক হস্তক্ষেপকে পরোয়া না করেই দ্রুত তার বিচার সম্পন্ন করা।
শেখ আহমাদ কাতান বলেন: আসিরের সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত। যাতে অন্য কেহ এ ধরণের ভয়ঙ্কর পথে পা না বাড়ায়।
3345038

captcha