বার্তা সংস্থা ইকনা: ‘কিং কাউন্টি’ নামক অঞ্চলে এক ইসলাম বিদ্বেষীর বিরুদ্ধে বিরুদ্ধে আনা অভিযোগের সূত্র ধরে এ আইন পাশ করা হয়।
আমেরিকার আপিল আদালত ইসলাম বিদ্বেষীদের কার্যক্রমের নিন্দা জানিয়ে ওয়াশিংটনের সকল বাসে ইসলাম বিরোধী বিজ্ঞাপন প্রচার এবং ইন্সটলেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইসলাম বিদ্বেষীর একটি দল ওয়াশিংটনে বিভিন্ন বাসে সন্দেহভাজন ১৬ সন্ত্রাসীর ছবি বিশিষ্ট একটি পোষ্টার লাগিয়ে ইসলাম এবং মুসলমানদের মানহানি করার চেষ্টা করেছিল।
তবে ‘কিং কাউন্টি’ অঞ্চলের পরিবহন দপ্তর ইসলাম বিদ্বেষীদের এ প্রস্তাবে সম্মতি প্রদান করেনি।
‘কিং কাউন্টি’ অঞ্চলের পরিবহন দপ্তর ঘোষণা করেছে, এ বিজ্ঞাপন গুলো মিথ্যা বিজ্ঞাপন প্রচার, বিকৃতকরণ, অপমান এবং ক্ষতিকর হওয়ার জন্য গ্রহণ করা হয়নি।
আমেরিকার স্বাধীনতা রক্ষার আলোকে গঠিত ইসলাম বিদ্বেষী দলের নেতা পামেলা গিলার আদালতের এ রায়কে ভুল হিসেবে অবিহিত করেছে।
সম্প্রতি আমেরিকায় একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ প্রদর্শনীতে হযরত মুহাম্মাদ (সা.) নিয়ে অবমাননাকর চিত্র প্রদর্শন করা হয়েছে। আর এ প্রদর্শনী ইসলাম বিদ্বেষী দলের নেতা পামেলা গিলারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
এ দলের সদস্যরা আমেরিকার বিভিন্ন শহরে ইসলাম বিদ্বেষী বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করেছে।
3345139