IQNA

মুহাম্মাদ বাকের নৌবাখত;

ইরান চেষ্টা করছে বিশ্ববাসীর নিকট ইসলামের প্রকৃত চেহারা ফুটিয়ে তুলতে

22:13 - August 20, 2015
সংবাদ: 3349420
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ বাকের নৌবাখত বলেছেন: ইরান চেষ্টা করছে বিশ্ববাসীর নিকট ইসলামের প্রকৃত চেহারা ফুটিয়ে তুলে শত্রুদের সকল চক্রান্তকে ব্যর্থ করতে।

বার্তা সংস্থা ইকনা: মুহাম্মাদ বাকের নৌবাখত বলেছেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম; কিন্তু ইসলামের এ প্রকৃত পরিচয় সম্পর্কে পৃথিবীর অধিকাংশ মানুষ অবহিত নয়। তাই বিশ্ববাসীর নিকট ইসলামের প্রকৃত চেহারা ফুটিয়ে তোলা প্রয়োজন।
ইরানের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ বাকের নৌবাখত তেহরানে অনুষ্ঠিত আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে বলেন: বর্তমান বিশ্বে ইসলামের শত্রুরা কিছু উগ্রপন্থী ও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করে, সাধারণ মানুষের নিকট ইসলামকে বদনাম করানোর চেষ্টা করছে। তারা ইসলামকে উগ্রবাদীদের ধর্ম হিসেবে প্রচার করছে। কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের সন্ত্রাসবাদের কোন স্থান নেই। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম।
তিনি বলেন: ইমাম খোমেনীর (রহ.) নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা লাভের পর ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি বিশ্ববাসীর নিকট ইসলাম ধর্মের মমতা ও শান্তির চেহারাকে প্রকার করার চেষ্টা করে আসছে। কিন্তু তথাকথিত ওহাবি চক্র সব সময় ইসলামকে বদনাম করানোর উদ্দেশ্যে উগ্রবাদকে উস্কে দিচ্ছে।
মুহাম্মাদ বাকের নৌবাখত আরও বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান আল্লাহর বিশেষ অনুগ্রহে আগামীতেও ইসলামী বিপ্লবের আদর্শকে প্রতিষ্ঠার লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
3345844

captcha