IQNA

তেহরানের জুম’য়ার খতিব;

শিয়াদের সাথে লন্ডনি শিয়াদের কোন সম্পর্ক নেই/ পরমাণু সমঝোতার মানে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব নয়

23:38 - August 21, 2015
সংবাদ: 3349575
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুম’য়ার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি ইসলামী মাজহাবসমূহের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য শত্রুদের প্রচেষ্টার ব্যাপারে সচেতন করে বিশ্বের মুসলমানদের উদ্দেশ্য বলেন: সম্প্রতি লন্ডনি শিয়া বিষয়টি অনেক শোনা যাচ্ছে, তবে তাদের সাথে প্রকৃত শিয়াদের কোন সম্পর্ক নেই।

বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি জুম’য়ার নামাজের খুতবায় বলেন: লন্ডনী শিয়াদের সাথে প্রকৃত শিয়াদের কোন সম্পর্ক নেই। শিয়া এবং আহলে সুন্নতের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আমেরিকা অনেক চেষ্টা চালাচ্ছে। তবে তারা সফল হতে পারবে না।
বিশেষজ্ঞ পরিষদের বোর্ড সদস্য এবং তেহরানের জুম’য়ার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি শুক্রবার (২১শে আগস্ট) জুম’য়ার নামাজের দ্বিতীয় খুতবায় অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আর-রেজা (আ.) এবং তাঁর বোন হযরত মাসুমা (সা. আ.) পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সকলকে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতার মানে এই নয় যে, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে হবে।
তিনি বলেন, এ সমঝোতা ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার পথ দেখাবে বলে যে জল্পনা চলছে তা ভুল। তিনি আরো বলেন, ইরান কখনো আমেরিকাকে এ দেশে ঢোকার অনুমতি এবং দেশীয় সংস্কৃতিকে প্রভাবিত করার সুযোগ দেবে না।
ইরানের পরমাণু আলোচক দলের প্রশংসা করে আয়াতুল্লাহ মোভাহেদি কেরমানি বলেন,  ইরানি আলোচকরা বিশ্বের সামনে সঠিক যুক্তি তুলে ধরেছেন এবং প্রমাণ করেছেন যে, আমেরিকা অবৈধভাবে তেহরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ইরানি পরমাণু বিজ্ঞানীদের সাফল্য অন্য পক্ষকে সমঝোতায় আসতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন আয়াতুল্লাহ মোভাহেদি কেরমানি

3349518

 

captcha