IQNA

ইয়েমেনে শিশু হত্যার প্রতিবাদে জাতিসংঘের হুশিয়ারি

19:52 - August 27, 2015
সংবাদ: 3353171
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের হামলায় ইয়েমেনে শিশু নিহত হওয়ার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর এসম্পর্কে জাতিসংঘ হুশিয়ারি দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের বর্বরোচিত হামলায় যে সকল শিশুরা বেঁচে গেছে যুদ্ধের দরুন মানসিক সমস্যায় ভুগছে এবং তারা একটি হারানো প্রজন্ম গঠন করবে।
শিশু ও সশস্ত্র সংঘাত সংক্রান্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি, লেইলা যুরুকি বলেন, সৌদি আরবের দানবিয় যুদ্ধের জন্য ইয়েমেনের শিশুদেরকে চড়া মূল্য দিতে হচ্ছে। শিশুদের মৃত্যু বৃদ্ধি তাদের এবং অন্যান্য বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার জন্য জরুরি পদক্ষেপ নেয়ার  প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন: এই যুদ্ধের ফলে ইয়েমেনের শিশুরা মানসিক সমস্যায় পড়েছে, তাদের শারীরিক সমস্যা দেখা দিয়েছে এবং তারা সাধারণ জীবন-যাপন ও পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে।
লেইলা যুরুকি ইয়েমেনের তায়েযে সৌদি আরবের দানবিয় হামলার নিন্দা জানিয়ে বলেন, এই হামলায় ৬৫ জন বেসামরিক নাগরিক মারা গেছে যার মধ্যে ১৭ জন শিশুও রয়েছে।
জাতিসংঘ বলছে, সৌদি হামলায় এ পর্যন্ত ৪৫০০ জন ইয়েমেনি নিহত হয়েছে যার অর্ধেক হচ্ছে বেসামরিক। যদিও ইয়েমেনের স্থানীয় সূত্র মৃতের সংখ্যা এর থেকে আরও অনেক বেশী বলে উল্লেখ করেছে।
3351759

captcha