ইরান সফররত কিরগিজিস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে দেয়া সাক্ষাতে এ কথা বলেন আয়াতুল্লাহে খামেনেয়ী।
কিরগিজিস্তানের মানাস বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীকে আর থাকতে দেয়া হবে না বলে সম্প্রতি প্রেসিডেন্ট আতামবায়েভ যে বক্তব্য দিয়েছেন তা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বের বলদর্পী শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো খুবই জরুরি। তিনি বলেন, বিশ্বের সব জাতির বিরুদ্ধে বলদর্পী ও আগ্রাসী শক্তিগুলো সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছে; কিন্তু মুসলিম জাতিগুলোর মর্যাদা নিশ্চিত করতে চায় ইসলাম। শয়তানি শক্তির বিরুদ্ধে দাঁড়ানো ও তাদেরকে প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করা। এ সময় তিনি বলেন, ইরানের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি হচ্ছে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করা।
সাক্ষাৎ অনুষ্ঠানে কিরগিজিস্তানের প্রেসিডেন্ট বলেন, ইরান সফরে আসতে পেরে তিনি অত্যন্ত খুশি। ইরান ও কিরগিজিস্তিানের জনগণ একই রকম স্বাধীনতাচেতা ও মুক্তিকামী বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার প্রেসিডেন্ট তিনদিনের সরকারি সফরে ইরান পৌঁছান এবং এরইমধ্যে প্রেসিডেন্ট রুহানিসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
উল্লেখ্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী ইরান সফররত কিরগিজিস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে দেয়া সাক্ষাতের সময় ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও উপস্থিত ছিলেন।