IQNA

আলজেরিয়ার গ্র্যান্ড মসজিদের জন্য কার্পেট নির্মাণ করছে ইরান

23:58 - September 10, 2015
সংবাদ: 3361158
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার গ্র্যান্ড মসজিদের জন্য ১০ হাজার বর্গ মিটার কার্পেট নির্মাণ কাজ শুরু করেছে ইরান।

বার্তা সংস্থা ইকনা: ইরানের নিশাপুর শহরের কার্পেট নির্মাণ কারখানায় এ কার্পেটটি নির্মাণ করা হচ্ছে। গত বছর নিশাপুরের সংসদ প্রতিনিধি হুসাইন সোবহানি নিয়া ও আলী মারওয়াভী এবং নিশাপুর গভর্নর মুজাফ্ফারী আলজেরিয়ার আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের নিকট সেদেশের গ্র্যান্ড মসজিদের জন্য ১০ হাজার বর্গ মিটার কার্পেট নির্মাণ জন্য একটি চিঠি প্রেরণ করেছেন।
আলজেরিয়ার কর্তৃপক্ষ এ চিঠির উত্তরে তারা সম্মতি প্রদান করেছে এবং গত জুলাই মাসে এ কার্পেট নির্মাণের জন্য পাকা চুক্তি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, আলজেরিয়ায় ‘ইরানী সংস্কৃতি সপ্তাহ’ উদযাপনের মাধ্যমে সেদেশে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার ও ইরানী কমিটি সাথে আলজেরিয়ার কর্তৃপক্ষের মধ্যে কার্পেট নির্মাণের চুক্তি পক্ষে সাক্ষর প্রদান করা হয়েছে।
3360801

captcha