IQNA

ইসলাম ধর্মের নির্দেশ রক্ষা’র আলোকে ভারতে সেমিনার

20:03 - September 13, 2015
সংবাদ: 3362158
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হায়দ্রাবাদে মুসলিম নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে ‘ইসলাম ধর্ম এবং তার নির্দেশ রক্ষা’ শিরোনামে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এ শীর্ষ বৈঠকে বক্তারা গুরুত্বারোপ করে বলেছেন: মুসলমানেরা কখনোই বিদেশী সংস্কৃতি যা ইসলাম ধর্মের বিপরীতে কথা বলে তা গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও গ্রহণ করবে না।
এছাড়াও তারা "ব্রহ্ম" এবং ‘বৈদিক’ সংস্কৃতির প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
ভারতের মুসলিম নাগরিক অধিকার পরিষদের (AIMPLB) মুখপাত্র আব্দুর রাহীম কুরাইশী এই বৈঠকে চরমপন্থি দলের প্রতি মুসলমানদের সাবধান করেন এবং মুসলমানদের মধ্যে যেন সাম্প্রদায়িকতার বিভেদ না তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
3361446
 

captcha