বার্তা সংস্থা ইকনা: এ শীর্ষ বৈঠকে বক্তারা গুরুত্বারোপ করে বলেছেন: মুসলমানেরা কখনোই বিদেশী সংস্কৃতি যা ইসলাম ধর্মের বিপরীতে কথা বলে তা গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও গ্রহণ করবে না।
এছাড়াও তারা "ব্রহ্ম" এবং ‘বৈদিক’ সংস্কৃতির প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
ভারতের মুসলিম নাগরিক অধিকার পরিষদের (AIMPLB) মুখপাত্র আব্দুর রাহীম কুরাইশী এই বৈঠকে চরমপন্থি দলের প্রতি মুসলমানদের সাবধান করেন এবং মুসলমানদের মধ্যে যেন সাম্প্রদায়িকতার বিভেদ না তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
3361446