IQNA

সৌদি আরবে ৭০ হাজার বিকৃত কুরআন জব্দ

20:49 - September 22, 2015
সংবাদ: 3366432
আন্তর্জাতিক ডেস্ক: হজ মৌসুমে পবিত্র নগরী মক্কায় হাজিদের মধ্যে বিকৃত কুরআন বিতরণের সময় ৭০ হাজার বিকৃত কুরআন জব্দ করেছে সৌদি কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা ইকনা: হাজিদের মাঝে বিকৃত কুরআন বিতরণের সময় এক ট্রাক বিকৃত কুরআন জব্দ করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্রাকে করে ৭০ হাজার বিকৃত কুরআনের পাণ্ডুলিপি হাজিদের মধ্যে বিতরণের সময় কুরআন শরিফ গুলো জব্দ করা হয়েছে। গোপন সূত্রে সংবাদ পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এ সকল বিকৃত কুরআন জব্দ করে।
এর সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং অধিক তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জব্দকৃত কুরআন শরিফগুলো ধর্ম মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে।
সৌদি আরবে এরকম ঘটনা প্রায়ই ঘটছে। গতমাসে মক্কা হতে ৫৬০০ খণ্ড বিকৃত কুরআন জব্দ করেছিল সেদেশের নিরাপত্তা বাহিনী।
3365618
 

captcha