IQNA

ইমাম হাদি (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়া উৎসব মাহফিল

23:25 - September 29, 2015
সংবাদ: 3374484
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হাদি (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার এডিলেড শহরের ইসলামিক সেন্টারের পক্ষ থেকে মিলিনিয়াম মিলনায়তনে বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম হাদি (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ২৯শে সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার এডিলেড শহরের ইসলামিক সেন্টারের পক্ষ থেকে মিলিনিয়াম মিলনায়তনে বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উৎসব মাহফিল স্থানীয় সময় ১৮:৩০টায় আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এবং পরবর্তীতে দোয়া তাওয়স্সুল, গজল পাঠ করা হয়।
এ মাহফিলে আহলে বাইতে (আ.)এর ফজিলতের আলোকে বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন গোলাম আলী হায়দারি এবং আহলে বাইত (আ.)এর শানে কবিতা পরিবেশন করেন অস্ট্রেলিয়ায় বসবাসকৃত পাকিস্তানি নাগরিকগণ।
3373989
 

captcha