IQNA

পবিত্র ঈদে গাদির উপলক্ষে অস্ট্রেলিয়ায় উৎসব মাহফিল

16:28 - October 02, 2015
সংবাদ: 3377395
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদে গাদির উপলক্ষে ২য় অক্টোবর অস্ট্রেলিয়ার এডিলেড শহরে বিশেষ উৎসব মাহফিলের আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র ঈদে গাদির তথা ইমাম আলী (আ.)এর ইমামত প্রাপ্তি দিবস উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মত অস্ট্রেলিয়ার শিয়া মুসলমানেরাও বিশেষ উৎসব অনুষ্ঠান আয়োজন করেছেন।
উক্ত উৎসব মাহফিল আডিলেড শহরের ইসলামিক সেন্টারের পক্ষ থেকে মিলিনিয়াম মিলনায়তনে ২য় অক্টোবর এশার নামাজের পর আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে গাদিরের ওপর মূল্যবান বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন গোলাম আলী হায়দারি। এছাড়াও আহলে বাইত (আ.)এর শানে ফার্সি ও উর্দু ভাষায় মর্সিয়া ও গজল পরিবেশন করা হবে।
3377236
 

captcha