IQNA

ক্রিমিয়া’য় ‘ইসলামী শিক্ষা’র আলোকে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে

0:51 - October 06, 2015
সংবাদ: 3382040
আন্তর্জাতিক বিভাগ: ক্রিমিয়া’র ‘ইয়ালটা’ শহরে ১০ থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত ‘ক্রিমিয়ায় ইসলামি শিক্ষা; ঐতিহাসিক পদক্ষেপ ও উজ্জীবন পদ্ধতি’ শিরোনামে আন্তর্জাতিক শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত আন্তর্জাতিক সম্মেলন ইউরোপের পূর্বাঞ্চলের সবচেয়ে প্রাচীন মাদ্রাসা ‘যিনজিরলী’র ৫১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ‘মিঙ্গালী করায় খানে’র সম্মাননায় অনুষ্ঠিত হবে।
উক্ত আন্তর্জাতিক সম্মেলনে ‘উরজা হুকুমতের সময়ে ক্রিমিয়ায় জ্ঞান ও ইসলামের স্বর্ণযুগ’, ‘ক্রিমিয়ায় জ্ঞান ও শিক্ষা’, ‘ক্রিমিয়ার তাভরিশ নামক অঞ্চলে ইসলামি শিক্ষা’ এবং ‘সমসাময়িক সময়ে ক্রিমিয়ার ইসলামী শিক্ষা আন্দোলনের চ্যালেঞ্জ এবং প্রবণতা’ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ নিয়ে আলোচনা করা হবে।
বলাবাহুল্য, উক্ত আন্তর্জাতিক সম্মেলন ক্রিমিয়ার মন্ত্রী পরিষদ, মুসলিম ধর্মীয় প্রশাসন, বন্দর নগরী, সংস্কৃতি সমর্থনিক তহবিল, বিজ্ঞান ও ইসলামিক শিক্ষা কেন্দ্র, ক্রিমিয়ায় ‘তাতার’ নামক ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্য মিউজিয়াম এবং ক্রিমিয়ার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।
3381732

captcha