
বার্তা সংস্থা ইকনা: ‘মানবতার জন্য বস্ত্র’ প্রকল্পের সমন্বয়কারী ‘ইসরাল দুরহালী’ এ ব্যাপারে বলেন: গত বছর শীতকালে গরম কাপড় না থাকার জন্য অনেক অভাবী ব্যক্তি ঠাণ্ডায় জীবন যাপন করেছে। এ জন্য আমার অভাবগ্রস্ত ও গৃহহীনদের মধ্যে গরম কাপড় বিতরণের জন্য এ প্রকল্প গ্রহণ করেছি।
স্বেচ্ছাসেবক মুসলমানেরা ১১ই অক্টোবরে হ্যালিফ্যাক্স শহরের "মিক ম্যাক" শপিং সেন্টারে থেকে ৭০০টি শীতের কাপড় ক্রয় করেছে।
কানাডার বিভিন্ন স্থানে এ মাসের মধ্যে শীতের কাপড় সংগ্রহ করা হবে এবং কাপড় সংগ্রহ শেষ হলে অভাবগ্রস্ত ও গৃহহীনদের মধ্যে বিতরণ করা হবে।
ইসরাল দুরহালী বলেন: এ পরিকল্পনা প্রতি বছর করার চেষ্টা করবে। এ পরিকল্পনা বাস্তবায়ন তথা অভাবগ্রস্তদের সেবা প্রদান করার জন্য সকল জাতি ও ধর্মের লোক একত্রিত হয়েছে।
কানাডার সাড়ে ৩ কোটি জনগণের মধ্যে প্রায় ২ শতাংশ জনগণ মুসলমান।
3384897


