
বার্তা সংস্থা ইকনা: মুসলিম বিশ্বের চলমান সমস্যা সমাধানে ইসলামি দেশগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। মুসলিম বিশ্বের সমস্যাগুলোর সমাধান অবশ্যই বেসামরিক উপায়ে করতে হবে বলে জানান তিনি।
তেহরানে নিযুক্ত সুদানের নতুন রাষ্ট্রদূত আদেল ইব্রাহিম মুস্তাফার সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, মুসলিম বিশ্বের সমস্যা রয়েছে। তবে এগুলো বেসামরিক উপায়ে সমাধান করতে হবে।
তিনি আরো বলেন, সব মুসলিম দেশের অংশগ্রহণের মাধ্যমেই কেবল মুসলিম বিশ্বে বিদ্যমান সমস্যা এবং চ্যালেঞ্জগুলোর সমাধান হতে পারে। আমরা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আর কোনো যুদ্ধ এবং রক্তপাত দেখতে চাই না।
ইয়েমেনে চলমান সংকট প্রসঙ্গে হাসান রুহানি বলেন, দেশটির গোলযোগপূর্ণ পরিস্থিতির অবসানের লক্ষ্যে অভ্যন্তরীণ পক্ষগুলোর মধ্যে আলোচনার পাশাপাশি রাজনৈতিক সমাধানের দিকে জোর দিতে হবে। এর জন্য সব মুসলিম দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও জোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাতে সুদানের নতুন রাষ্ট্রদূত বলেন, সব ক্ষেত্রে তেহরানের সঙ্গে সম্পর্ক বাড়াতে খার্তুম দৃঢ় প্রতিজ্ঞ। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের ঐতিহাসিক পরমাণু সমঝোতারও প্রশংসা করেন তিনি।
3398239