IQNA

হোসাইনি দালানে বিস্ফোরণের ঘটনায় আয়াতুল্লাহ শাহরুখির নিন্দা

6:50 - October 30, 2015
সংবাদ: 3414399
আন্তর্জাতিক ডেস্ক : সর্বোচ্চ নেতার দক্ষিন এশিয়া অঞ্চলের প্রতিনিধি আয়াতুল্লাহ শাহরুখি খোররাম আবাদি হোসাইনি দালানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।


বার্তা সংস্থা ইকনা : গতরাতে ইরানের কোম শহরে অবস্থিত রাহবারের প্রতিনিধির দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিবৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানটি কোম শহরে অবস্থিত আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (এমআইইউ)-তে অধ্যয়নরত ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।



ঐ বিবৃতিতে বলা হয়েছে:

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আমরা হুসাইনি দালানে বোমা বিস্ফোরণের –যাতে উল্লেখযোগ্য সংখ্যক আহলে বাইত (আ.) এর অনুসারী শহীদ ও আহত হয়েছেন- ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

জঘন্য এ হামলা, মূলতঃ বিভ্রান্ত ও ইসলামবিরোধী চিন্তার বহিঃপ্রকাশ। এ ধরনের চিন্তা প্রসার লাভ করলে সমগ্র মানবজাতিকেই গ্রাস করবে। আমরা আশাবাদী যে, বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টির তদন্ত করবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে।

মহান আল্লাহর দরবারে হামলায় শহীদদের মর্যাদা বৃদ্ধি এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করি।

ওয়াস সালাম

শাহরুখি খোররাম আবাদি

captcha