IQNA

১২ বিলিয়ন তুমানের সীমা অতিক্রম করল ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.)’ সিনেমা

23:34 - October 31, 2015
সংবাদ: 3424966
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের খ্যাতনামা চিত্রনির্মাতা মাজিদ মাজিদি পরিচালিত 'মুহাম্মদ রাসুলুল্লাহ (স)’ সিনেমার আয় ১২ বিলিয়ন তুমান অতিক্রম করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইরানের নুরতাবান কোম্পানির ব্রডকাস্ট ম্যানেজার মোহাম্মাদ রেজা সাবেরী জানিয়েছেন: গতকাল রাত পর্যন্ত 'মুহাম্মদ রাসুলুল্লাহ (স)’ সিনেমার আয় ১১ বিলিয়ন ৭০০ মিলিয়ন তুমান অতিক্রম করেছে।
'মুহাম্মদ রাসুলুল্লাহ (স)’ সিনেমাটি এ পর্যন্ত বেশ কয়েকটি ভাষায় অনুবাদ হয়ে বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রসারিত হচ্ছে।
3415456

captcha