IQNA

এক শতাব্দি পরে তুরস্কে ‘ইসহাক পাশা’ মসজিদের উদ্বোধণ

22:36 - November 01, 2015
সংবাদ: 3431361
আন্তর্জাতিক ডেস্ক: এক শতাব্দী পর তুরস্কের ‘আরি’ প্রদেশের ইসহাক পাশা মসজিদ খুলে দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ‘আগরী’ প্রদেশের ঢগুবায়িযিদ শহরে অবস্থিত ঐতিহাসিক ইসহাক পাশা মসজিদ। ১৮ শতাব্দীর উসমানীয় শাসনামলে অনন্য এ মসজিদটি নির্মাণ করা হয়।
এ মসজিদটি ইসহাক পাশা’র দ্বিতীয় অঙ্গন হিসেবে প্রসিদ্ধ। এতদিন বিভিন্ন সমস্যা এবং ধ্বংসের কারণ মসজিদটি অব্যবহারযোগ্য ছিল।
পুনর্নির্মাণের পর ইসহাক পাশা মসজিদটি উদ্বোধনের সময় তুরস্কের জনগণ ব্যাপক স্বাগত জানিয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরি প্রদেশের গভর্নর মুসা ইশিন সহ তুরস্কের ধর্মীয় ওলামা ও সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
3427115

captcha