IQNA

আইএসআইএলকে সাহায্য করার অভিযোগে তিন স্প্যানিশ গ্রেফতার

23:40 - November 05, 2015
সংবাদ: 3443867
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে সাহায্য কারা অভিযোগে তিন স্প্যানিশকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩য় অক্টোবর জানিয়েছে, আইএসআইএলের অন্তর্গত এক সন্ত্রাসী গোষ্ঠীকে সাহায্য করার অভিযোগে সেদেশের রাজধানী মাদ্রিদ থেকে তিন স্প্যানিশকে গ্রেফতার করা হয়েছে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি সন্ত্রাসীমুলক কাজ করার চেষ্টা চালিয়েছে। এই তিন ব্যক্তি মূলত মরক্কো অধিবাসী।
এদের সাথে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতার চেষ্টা চালাচ্ছে স্পেনের সামরিক বাহিনী।
২০১১ সাল থেকে স্পেনের পুলিশ বিভিন্ন সন্ত্রাসী দলের সাথে জড়িত থাকার ফলে ১৫৮ জনকে গ্রেফতার করেছে।
3442124
 

captcha