IQNA

সৌদি শাসকদের মার্কিন গোলাম বললেন আয়াতুল্লাহ কাশানি

19:10 - November 06, 2015
সংবাদ: 3443988
আন্তর্জাতিক ডেস্ক : ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমেরিকা নিপাত যাক’ বলে যে শ্লোগান দেয়া হয় তা সেদিনের কথাই স্মরণ করিয়ে দেয়।


বার্তা সংস্থা ইকনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, সৌদি শাসকেরা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের গোলামে পরিণত হয়েছেন। আজ (শুক্রবার) তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহ কাশানি আরও বলেছেন, সৌদ বংশের শাসকেরা নিজেদেরকে মক্কা ও মদিনার খাদেম হিসেবে দাবি করলেও মুসলিম প্রতিবেশী ইয়েমেনে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধদেরকে নির্মমভাবে হত্যা করছে।

১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমেরিকা নিপাত যাক’ বলে যে শ্লোগান দেয়া হয় তা সেদিনের কথাই স্মরণ করিয়ে দেয়।

শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শত্রুদেরকে ইসলামী প্রজাতন্ত্র ইরানে কোনো ধরনের প্রভাব সৃষ্টির সুযোগ দেয়া যাবে না।#



সূত্র : আইআরআইবি

captcha