
বার্তা সংস্থা ইকনা: আমেরিকার বোস্টন শহরের বার্লিংটন নামক অঞ্চলের একটি মসজিদের দেওয়ালে ইসলাম বিরোধী শ্লোগান লিখে মসজিদের অবমাননা করেছে। আর এর প্রতিবাদে উক্ত শহরের মুসলমানেরা শান্তির বার্তা প্রচার করে মসজিদে দেওয়াল মেরামত করেছে।
বার্লিংটন শহরের মুসলিম নেতাগণ অন্যান্য ধর্মের নেতাগণের সাথে ২য় নভেম্বর বৈঠক করেছেন।
"ম্যাসাচুসেটস" রাজ্যের ইসলামিক রিলেশনস কাউন্সিল অন - আমেরিকা শাখার পক্ষ থেকে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে ইসলাম বিদ্বেষীদের এ সকল অপকর্মকে তীব্র নিন্দা জানিয়েছেন বক্তাগণ।
পাঁচ দিন পূর্বে কয়েক জন বর্নবাদী নাশকতার জন্য বার্লিংটন শহরের ইসলামিক কেন্দ্রে প্রবেশ করে এবং ইসলামিক কেন্দ্রের অন্তর্গত মসজিদের দেওয়ালে স্প্রে দিয়ে ‘USA’ লিখে বেশ কয়েকটি ডিম দেওয়ালের গায়ে ভাঙ্গে। এ ঘটনার সূত্র ধরে ১৮ বছরের দুই যুবককে আটক করে পুলিশ।
3443657
