বার্তা সংস্থা ইকনা: তেহরানে অনুষ্ঠিত ২১তম প্রেস এবং সংবাদ সংস্থা প্রদর্শনী উপলক্ষে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইকনা’র স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন: প্রতিদিন আমি পবিত্র কুরআনের সাথে দিনের সূচনা করি এবং এই পবিত্র গ্রন্থ খুলে কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করি।
প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন: প্রত্যেক মুসলমানের হেদায়েতের জন্য রয়েছে পবিত্র কুরআন। এমনকি যদি অমুসলিমরাও কুরআন তেলাওয়াত করে তাহলে এ পবিত্র গ্রন্থের মাধ্যমে তারাও রহমত, শাফা ও হেদায়েত হবে।
এছাড়াও তিনি ২১তম প্রেস এবং সংবাদ সংস্থা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন: গণমাধ্যম নিয়ন্ত্রণকারী আইন স্পষ্ট করার প্রয়োজন রয়েছে। তিনি বলেছেন, তার দেশে এমন একটি গণমাধ্যম ব্যবস্থা প্রয়োজন যার সীমা সঠিকভাবে নির্ধারিত থাকবে। তিনি জানান, আইন স্পষ্ট থাকলে কেউ ‘গণমাধ্যমের স্বাধীনতা’র অপব্যবহার করে আইনের বাইরে একটি শব্দ বা একটি বাক্যও লিখতে পারবে না। এ ছাড়া, পত্রিকা বন্ধ করে দেয়া হতে হবে ‘সর্বশেষ’ আইনি পদক্ষেপ।
তেহরানের ইমাম খোমেনী মোসাল্লায় ২১তম গণমাধ্যম মেলা অনুষ্ঠিত হচ্ছে। ইরানের সংস্কৃতিমন্ত্রী আলী জান্নাতি, বিভিন্ন বার্তা সংস্থা ও প্রকাশনার ব্যবস্থাপনা পরিচালক এবং ইরানের পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৫৬৭টি স্টলে ইরানের ৭০০ গণমাধ্যম এ মেলায় অংশগ্রহণ করছে। তেহরানে অনুষ্ঠিত বার্ষিক এ মেলা আগামী ১৩ নভেম্বর শেষ হবে।
3444574