বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ৫ম নভেম্বর মসুলের উত্তরাঞ্চলীয় তালকিফ নামক অঞ্চলের একটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে।
এছাড়াও এই সন্ত্রাসী গোষ্ঠী সদস্যরা তালকিফ শহরের পিশমারগা নাম অঞ্চলের চেকপোস্ট এবং ঐ অঞ্চলে বসবাসকৃত খ্রিস্টানদের ওপর হামলা চালিয়েছে। ছয়টি মর্টার শেল নিক্ষেপ করে এর ফলে এক জন সার্জেন্ট সহ ১১ জন নিরাপত্তা সদস্য আহত হয়েছে।
3443966