
বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার রাক্কা শহরের স্থানীয় এক উৎসের বরাত দিয়ে ‘আল ওতান’ সংবাদপত্র জানিয়েছে, রাক্কা শহর থেকে যদি কেহ শহরের বাহিরে যেতে চায় তাহলে কারণ উল্লেখ করে আইএসআইএলের নিকট আবেদন পত্র জাম দিতে হবে।
এছাড়াও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল সিদ্ধান্ত নিয়েছে এ শহরের ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করবে।
এই উৎস আরও জানিয়েছে, কেউ যেন আইএসআইএলের তথ্য শহরের বাহিরে পাচার করতে না পারে সেজন্য এ সন্ত্রাসী দল এ শহরের অধিবাসীদের শহর থেকে বাহিরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
২০০ শিশুকে হত্যা করল দায়েশ
দায়েশ নামে বিখ্যাত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ২০০ শিশুকে নৃশংস ভাবে গুলি করে হত্যা করেছে। এ সকল শিশুদের হত্যার ভিডিও তারা প্রকাশ করেছে।
২০০ শিশু হত্যার কারণ হিসেবে দায়েশের সদস্যরা বলে, এ সকল শিশু তাদের দলে যোগদান করার জন্য সম্মতি প্রদান না কারণে তাদেরকে হত্যা করা হয়েছে।
৫৪ হাজার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে দায়েশ
দায়েশের হ্যাকাররা ৫৪ হাজার টুইটার (অ্যাকাউন্ট যাদের মধ্যে অধিকাংশই সৌদি আরবের টুইটার ব্যবহারকারীদের) অ্যাকাউন্ট হ্যাক করেছে।
3446070