বার্তা সংস্থা ইকনা: ম্যাসাচুসেটসের সকল মুসলমানের মুসলিম দিবস উপলক্ষে ১২ই নভেম্বর সিনেট হাউসে উপস্থিত হবে।
বোস্টন শহরের মুসলিম সংগঠন সমূহ, আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের ম্যাসাচুসেটস শাখা এবং ইসলামী আইন ইউনিয়নের পক্ষ থেকে ‘মুসলিম দিবস’ অনুষ্ঠিত হবে।
‘মুসলিম দিবস’ উপলক্ষে ১২ই নভেম্বর বিশেষ অনুষ্ঠান সকাল ১০টা শুরু হবে এবং একাধারে দুপুর ২টা পর্যন্ত অব্যাহত থাকবে। এই দিনে ম্যাসাচুসেটস রাজ্যের মুসলমানেরা সেদেশের প্রতিনিধিবর্গ এবং রাষ্ট্রীয় সিনেটের সাথে দেখা করে মুসলমানদের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবে।
3444625