IQNA

বৈরুতে বোমা হামলায় ৪১ নিহত এবং আহত ২০০

21:19 - November 13, 2015
সংবাদ: 3447709
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের বোর্জ আল-বারাজানেহ এলাকায় দু’টি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪১ নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এই হামলার দায় স্বীকার করেছে।

বার্তা সংস্থা ইকনা: বৃহস্পতিবার সন্ধ্যায় দুই সন্ত্রাসী ওই বোমা হামলা চালায়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়ায়েল আবু ফাউর জানিয়েছেন,বিস্ফোরণে ৪১ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছে। তিনি জানান, আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

আল-মানারের খবরে বলা হয়েছে, ২০ মিটার দূরত্বে পাঁচ মিনিটের ব্যবধানে বোমা দুটির বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় শুক্রবার লেবাননে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী তাম্মাম সালাম হামলার নিন্দা ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বোমা হামলার পর এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের লড়াই চলবে।  সংগঠনটি বলেছে, “সন্ত্রাসীদের সঙ্গে এটি আমাদের দীর্ঘ লড়াই।”
তাকফিরি সন্ত্রাসীদের আইএসআইএলের এই পাশবিক হামলার ফলে লেবাননের সরকার আগামীকাল দেশটিতে সাধারণ শোকের ঘোষণা দিয়েছে।
3447541

captcha