IQNA

সুইডেনে মুক্তি পেতে যাচ্ছে‘মুহাম্মাদ রসুলুল্লাহ (সা.)’

21:19 - November 14, 2015
সংবাদ: 3449506
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজদির নির্মিত ‘মুহাম্মাদ রসুলুল্লাহ (সা.)’ সিনেমা সুইডেনে ৫ম ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: সুইডেনের পার্ক স্টকহোম সিনেমায় ৫ম ডিসেম্বর স্থানীয় সময় ১৪টা থেকে ২২টা পর্যন্ত এ সিনেমাটি প্রদর্শন করা হবে।
এ সিনেমাটি দেখার জন্য সুইডেনের অধিবাসীরা billeto.se ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
বলাবাহুল্য, এপর্যন্ত ঐতিহাসিক ‘মুহাম্মাদ রসুলুল্লাহ (সা.)’ সিনেমাটি ইরানের পর ইন্দোনেশিয়া, শ্রীলংকা এবং মালয়েশিয়ায় প্রদর্শন করা হয়েছে।
3449057
 

captcha